
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পাংশার দক্ষিণাঞ্চলের ত্রাস সম্রাট বাহিনীর সক্রিয় এক সদস্যকে ৩ টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, জেলা পুলিশের কর্ণধার আমাদের মাননীয় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ স্যারের সার্বিক তত্ত্বাবধায়নে আমিসহ আমার থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ তারিকুল ইসলাম সঙ্গী পুলিশ দল অভিযান চালিয়ে সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য কলিমহর ইউনিয়নের কলিমহর পূর্বপাড়া গ্রামের মনিরুল ইসলাম অপরফে জিন্নাহ মণ্ডলের ছেলে মোঃ ইমন মন্ডলকে ৩টি একনালা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই তরিকুল ইসলাম বলেন- দীর্ঘ সময় ধরে চেষ্টা করে ইমনকে ধরা হয়েছে তার স্বীকার উক্তি মূলক তার দেখানো স্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে পাংশার দক্ষিণাঞ্চলে পুলিশের ব্যাপক তৎপরতা সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, ওই এলাকায় নতুন নতুন ছেলেরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তাদের ব্রেন ওয়াশ করে উঠতি বয়সের ছেলেদের নেওয়া হচ্ছে দলে।
পাাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার আরো বলেন- সন্ত্রাসীরা নতুনদের বেছে নিচ্ছে তাদের দিয়ে সহজে অপরাধ করানো সম্ভব তাই আমাদের অবিভাবকদের উচিত ছেলেদের প্রতি বিশেষ নজর রাখা।
গ্রেপ্তার কৃত ইমন মণ্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর