সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা প্রথা বাতিলসহ ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে পুনর্বশিক্ষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে টানা এক ঘণ্টার বেশি অবস্থান কর্মসূচি শেষে শাহবাগ ত্যাগ করেছে আন্দোলনকারীরা।
বুধবার (৩ জুলাই) বিকেল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোয়া পাঁচটায় নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করে আন্দোলনকারী।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলে, আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জমায়েত হবেন শিক্ষার্থীরা। পরে সেখানে থেকে শুরু হবে অবস্থান কর্মসূচি।
নতুন কর্মসূচি ঘোষণা শেষে সেখান থেকে আন্দোলনকারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর