আমতলীর হলদিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার বোমা মেশিন জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আমতলী বরগুনা।
বুধবার (৩ জুলাই) দুপুর ২টার সময় গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন এর দঃ টেপুরা গ্রামে ড্রেজিং মেশিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান সহকারী কমিশনার ভূমি আমতলী বরগুনা। অভিযান চালিয়ে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উওোলনের জন্য চলমান কার্যক্রম দেখতে পান।
তিনি জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে ড্রেজিং সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থল থেকে মালিকবিহীন ড্রেজিং মেশিন এর পাইপ, বালু উওোলনের জন্য ব্যবহৃত মূল ড্রেজিং মেশিনটি জব্দ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর