ডেল বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো Vostro সিরিজের দুইটি নতুন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ। ১৪ ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের FHD এই ল্যাপটপ দুইটির মডেল হলো Dell Vostro 3430 & Dell Vostro 3530 এবং ডেস্কটপ ২ টির মডেল হলো Dell Vostro 3020 Tower i3 & i5 ইন্টেল ১৩ জেনারেশনের এই ল্যাপটপ ও ডেস্কটপগুলোতে ব্যবহার করা হয়েছে Core i3-1305U সিরিজের প্রসেসর এবং ৮GB র্যাম। ডেস্কটপটি core i5 ভেরিএন্টেও পাওয়া যাচ্ছে।
স্টোরেজ এর জন্য থাকছে ২৫৬ ও ৫১২ জিবি NVMe এসএসডি। ১৪ এবং ১৫.৬ ইঞ্চির ফুলএইচডি (১৯২০*১০৮০) অ্যান্টি গ্লেয়ার, ন্যারো বর্ডার ডিসপ্লের এই ল্যাপটপ দুটির রিফ্রেশ রেট ৬০ হার্জ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২৫০ নিটস। ডেক্সটপগুলোতে থাকছে ১৯.৫ ইঞ্চি এর ডেল এর ফুল এইচডি মনিটর।
ল্যাপটপ এবং ডেস্কটপ এর সাথে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। উক্ত মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের নিজস্ব ওয়েবসাইট এবং অনুমোদিত সকল ডিলার শপে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর