সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম রেজা নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কবিহার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত লাইন শ্রমিক কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের চকপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর