সময় পেলেই বঙ্গবন্ধুকন্যা ছুটে যান তার প্রিয় জন্ম ভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সঙ্গে। এবারও এটির ব্যতিক্রম নয়। শুক্রবার (৫ জুলাই) দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাবেন তিনি।
দলীয় প্রধানের আগমনের অপেক্ষায় রয়েছেন জেলার নেতাকর্মীরা। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাজুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলীয় প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে। সড়ক-মহাসড়কে টাঙানো হয়েছে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ স্বাক্ষরিত পত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩ টায় সড়ক পথে গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সুধী সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেল ৫টায় সড়ক পথে তার ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌছে সন্ধ্যা পৌনে ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করবেন তিনি।
এদিন রাতে প্রধানমন্ত্রী তার নিজ বাসভবনে রাত যাপন করবেন। পরদিন শনিবার (৬ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১ টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুর ১২ টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে যোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্ন ভোজ করবেন। বেলা সাড়ে ৩টায় জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪ টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম জানান, পদ্মা সেতুর ২য় বর্ষপুর্তির অনুষ্ঠান শেষে ৫ তারিখ বিকেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী তার একান্ত ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ এসে পৌঁছাবেন। তার এই আগমন উপলক্ষে গোপালগঞ্জের সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন সড়কে ব্যানার ফেস্টুনে ভরে গেছে। ৬ তারিখ আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় আনন্দঘন মুহূর্ত কাটাবো।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, শুক্রবার (৫ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুদিনের ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী আসবেন। প্রধানমন্ত্রীর সফরকে উৎসব মুখর ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তার সমন্বয় সভা হয়েছে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজড়িত জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর