
সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে পানিতে ডুবে নিখোঁজের ৬ ঘন্টা পর শাহজামাল (৭০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। মৃত শাহজামাল শেখ সদর উপজেলার বনবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত দানেজ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে পরিবারে অন্য সদস্যদের নিয়ে শাহজামাল বনবাড়িয়া পূর্নবাসন এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীতে জাল ফেলার সময় নৌকা থেকে পরে নিখোজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা খোজাখুজি করে তার মরদেহটি উদ্ধার করে।
মৃত শাহজামালের নাতি তুহিন আহমেদ জানান, সকালে যমুনা নদীতে আমার নানাসহ বেশ কয়েক জন মাছ ধরতে যাই। মাছ ধরার জাল বের দেওয়ার সময় অসাবধানায় নৌকা থেকে ছিটকে পরে নিখোঁজ হয় আমার নানা শাহজামাল। নদীতে স্্েরাত বেশি থাকায় দ্রুতই ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খোজাঁখুজির পর মরদেহটি উদ্ধার করেন।
সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, সকালে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে নিখোজঁ হয় শাহজামাল হোসেন। পরে আমাদের ডুবুরি দল ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২ টার দিকে মরদহে উদ্ধার করে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর