কোটা পুনর্বহালের দাবিতে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস আলমকে তার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। এদিকে বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে আন্দোলনে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে দাবি মুখে পড়ে হলে ফেরত আনা হয়।
শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে খবরটি ছড়িয়ে পড়লে রাত পৌনে ১২টার দিকে অমর একুশে হলের সামনে জড়ো হতে থাকে এবং রাস্তা আটকে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সয়ম শিক্ষার্থীরা বলতে থাকেন, ‘সারজিস ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রাত ১টার দিকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ ঘটনাস্থলে এসে সারজিসকে হল থেকে বের করা হবে না এবং এ প্রসঙ্গে ব্যবস্থা নেওয়া হবে মর্মে নিশ্চয়তা দিলে শিক্ষার্থীরা অবস্থান তুলে নেন।
অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা কাউকে হল ছাড়তে বাধ্য করিনি। হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে।’
এদিকে সারজিস সাংবাদিকদের জানান, আমি রুমে আছি৷ ঠিক আছি৷ বিস্তারিত পরে বলছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর