জয়পুরহাটে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বৃহস্পতিবার সন্ধ্যার আগে সন্তান প্রসব করলেন বাবলী রানী নামে এক নারী যাত্রী।
জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সন্তান প্রসবের জন্য স্বামীর বাড়ি থেকে মাকে সাথে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য বাবলি রানী নামে এক নারী যাত্রী জয়পুরহাট রেলস্টেশনে আসেন। বাবার বাড়ি দিনাজপুরের বিরামপুরে যাওয়ার উদ্দেশ্য জয়পুরহাটে রেল স্টেশনের প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা।
স্টেশনে অপেক্ষা করা অবস্থায় হঠাৎ ওই নারী যাত্রীর প্রসবব্যথা বেড়ে যায়। কোনো উপায় না পেয়ে সহযোগিতা চান স্থানীয়দের। স্টেশন মাস্টার, রেলের নিরাপত্তা কর্মী ও স্টেশনে অপেক্ষমাণ কয়েকজন নারী যাত্রীর সহযোগিতায় স্টেশনেই ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন বাবলী রানী।
স্টেশন মাস্টার রেজাউল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। কন্যা সন্তান জন্ম দেওয়া বাবলী রানী জয়পুরহাট সদর উপজেলার বেলতলী বাবু পাড়া গ্রামের সুকুমার চন্দ্রের স্ত্রী। তাঁর বাবার বাড়ি দিনাজপুরের বিরামপুরের আমবাড়িতে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন এবং পড়ে ট্রেন আসলে সন্তানকে নিয়েই বাবার বাড়িতে যান বাবলী।
শাকিল/সাএ
সর্বশেষ খবর