
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সাজু মিয়া (২৫) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২ জুলাই বিকেলে উপজেলার লোহারবন্দ গ্রামে।
থানার এজহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন লোহারবন্দ গ্রামের আরশাদ আলীর ৬ বছরের শিশু কন্যা একই গ্রামের আতিকুল ইসলামের বাড়িতে তার শিশু কন্যা সুমাইয়া আক্তার (৯) এর সাথে খেলতে যায়। কিন্তু সুমাইয়া আক্তার ও তার মা বাড়িতে না থাকায় সে নিজ বাড়িতে ফিরে আসার সময় একই গ্রামের সাজু মিয়ার দোকানের সামনে আসলে সাজু মিয়া তাকে মিষ্টি খাওয়ার প্রলোভন দিয়ে বাড়ির ভিতর ডেকে নিয়ে যায়। এসময় বাড়িতে সাজুর স্ত্রীসহ পরিবারের লোকজন না থাকায় মুখে কাপড় বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু কন্যাটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে অজ্ঞান হয়ে পড়ে গেলে তাকে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় বলগাড়ী হাটে আদর্শ ক্লিনিকে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশু কন্যার পিতা আরশাদ আলী বাদী হয়ে ৪ জুলাই রাতে ঘোড়াঘাট থানায় একটি শিশু ধর্ষণের মামলা করলে পুলিশ মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে ধর্ষক সাজুকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ শুক্রবার গ্রেফতারকৃত ধর্ষক সাজুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর