
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের প্রবল বর্ষণে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা, ঝিনাই ও সুবর্নখালী নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। উপজেলার বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। শুক্রবার (৫ জুলাই) গত ২৪ ঘণ্টায় উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের নি¤œ এলাকা প্লাবিত হয়েছে। পিংনা, সাতপোয়া, ভাটারাসহ কয়েকটি স্থানে পানির তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে।
শুক্রবার স্থানীয় সংসদ সদস্য উপজেলার পিংনা ইউনিয়নের ভাঙন কবলিত নলসন্ধ্যা ও কাঠালতলী, ভাঙনের ঝুঁকিতে থাকা বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ সংলগ্ন এলাকায় জিও ব্যাগ ফেলা কর্মসূচি শুরু করেন। পরে সাতপোয়া ইউনিয়নের শিশুয়া ব্রিজের পশ্চিম পাশের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়।
এর আগে পিংনা এলাকাবাসী নিজেদের উদ্যোগে বালির বস্তা ও জিও ব্যাগ ফেলে রাস্তা ভাঙন প্রতিরোধের চেষ্টা করে। শুক্রবার (৫ জুলাই) সকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ নৌকা যোগে পিংনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শিখা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বন্যার্ত মানুষের মাঝে শেখ হাসিনার পাঠানো ১৪ কেজির প্যাকেট শুকনা খাবারের ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম ছিল বলে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর