
`কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৯০০ কৃষক ও কৃষাণীর মধ্যে জন প্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল এর সভাপতিত্বে এ বিতরণের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ আবদুল মালেক সরকার।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন, সাবেক জেলা পরিষদ সদস্য রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর