ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস নম্বর মেইন পিলারের কাছে নিহতের এ ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়াালী গ্রামের হবিবর আলীর ছেলে বলে তথ্য পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নাগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস স্থানে শুক্রবার ভোর রাত বা তার কিছু আগে গরু চোরাকারবারি করতে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ১৫২ ব্যাটালিয়ান তিনগাও ক্যাম্প এর জোওয়ানরা রাজুকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমান ভারতের ১৫২ বিএসএফ এর তিনগাও ক্যাম্পে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটা শুনেছি এবং তাৎক্ষণিক পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি। নিহত যুবক বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর