
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ সরদারের ছেলে সাবেক ছাত্র নেতা মোঃ আবুল কালাম আজাদের মনোনয়নপত্র তবে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার মনোনয়ন যাচাই বাছাইকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ ঋণ খেলাপি বলে বিবেচিত হওয়ায় তার মনোনয়ন পত্রটি বালতি করেছে মাছপাড়া উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) সাইফুদ্দীন।
চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমি আপিল করব এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি, আশা করি আমার প্রার্থীতা ফিরে পাব, আমার জনগণ নেতা কর্মীরা সকলেই আমার পাশে আছেন, আগামী ২৭ জুলাই ভোটের মাধ্যমে মাছপাড়া বাসি জবাব দিবে। আগামী ৯ জুলাই আপিল নিস্পত্তির শেষ দিন।
মাছপাড়া উপ- নির্বাচনের রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) সাইফুদ্দীন বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ৫ (১)/২০২৪-২০২৫ তারিখ ০৫/০৭/২০২৪ ইং তারিখে প্রার্থী আবুল কালাম আজাদের নামে স্ট্যান্ডার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়, কার্ড ডিভিশন ক্রেডিট কার্ডে ঋণ গ্রহীতা হিসাবে ঋণ খেলাপি ঘোষণা করা হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৭ শে জুলাই ভোট গ্রহণ। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র ৫ জুলাই যাচাই বাছাই, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১১ জুলাই প্রতীক বরাদ্দ।
স্থানীয়রা বলছেন, অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ একটা ভোট মাছপাড়াতে হবে। মানুষের মধ্যে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে, চায়ের দোকানে নির্বাচনী ঝড় বইতে শুরু করেছে ইতি মধ্যে। মাছপাড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮ শত জন। ইভিএম পদ্ধতিতে মাছপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে।
খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। তিনি পাংশা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর