২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল শুক্রবার (৫ জুলাই) দুপুরে আকস্বিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. রোকেয়া সুলতানা ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতা লের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কর্তৃপক্ষকে আরো যত্নবান হওয়ার তাগাদা প্রদান করেন। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে মিলত হন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, সিভিল সাজর্ন ডা. রুহুল আমিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক সহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর