সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত‘জাবিতে ইমাম নিয়োগে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এবার নিরপেক্ষভাবে হল মসজিদের ইমাম নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শহিদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দীন হলের শিক্ষার্থীরা।
বুধবার (৩ জুলাই) দুপুরের পর নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেয় দুই হলের শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘আমরা আশান্বিত ছিলাম একজন যোগ্য, অভিজ্ঞ আলেমকে আমরা ইমাম হিসেবে পাব। ইসলামের সুমহান ও শাশ্বত বাণী সাধারণ মুসলমানদের কাছে পৌঁছে দিতে একজন যোগ্য ইমামের বিকল্প নেই। গত ১লা জুলাই ‘ডেইলি বাংলাদেশ’ এ প্রকাশিত ‘জাবিতে ইমাম নিয়োগে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদ আমাদেরকে আশাহত করেছে।’
এতে আরো বলা হয়, ‘এ সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সাক্ষাৎকার শুরু আগ মুহূর্তে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রথম সারির কতিপয় নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং নিয়োগ বোর্ডের সভাপতি অধ্যাপক মোস্তফা ফিরোজের কক্ষে প্রবেশ করে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারী নেতাকর্মীদের মধ্যে কামালউদ্দীন হলের একজন জ্যেষ্ঠ নেতাও উপস্থিত ছিলেন, যার সহোদর ভাই উক্ত ইমাম পদে প্রার্থী ছিলেন। এক্ষেত্রে অন্যান্য সাক্ষাৎকার প্রার্থীদের মত আমরা সাধারণ শিক্ষার্থীরাও আশঙ্কা করছি একটি বিশেষ রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মীর এ সাক্ষাৎ সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করবে। যা একজন যোগ্য ইমাম নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।’
স্মারকলিপিতে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কোন অনৈতিক প্রভাব সৃষ্টিকারী হিসেবে প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার জন্য দায়িত্বশীল হিসেবে আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। যদি কোনো প্রশ্নবিদ্ধ প্রার্থীকে এ পদে নিয়োগ দেয়া হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীগণ তাকে নামাজ, জুমাসহ সর্বাত্মকভাবে বর্জন করার জন্য বদ্ধ পরিকর থাকব।
এ বিষয়ে উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর