আমতলীতে অবাধে সরকারি খাস জমি দখল করে পাঁকা ভবন নির্মানের কাজ চলছে। পৌরসভার ৩ ও ৬নং ওয়ার্ডে ১নং খাস খতিয়ানের সরকারি জমি প্রভাবশালীরা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বরগুনা আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহআলম মিয়ার বাসার গলির দক্ষিন পাশে বশির উদ্দিন নামের এক কাপড় ব্যবসায়ী ও ৬ নং ওয়ার্ডের আমতলীর কলেজ সড়কের পূর্বপাশে মো. মতিউর রহমান নামে এক ব্যক্তি সড়কের পাশে টিন দিয়ে বেড়া দিয়ে ভিতরে সরকারী খাস জমিতে পাকা স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বটতলা সংলগ্ন নতুন বাসস্টান্ডের পূর্ব পাশে মো. মজিবুর রহমান নামে এক ব্যক্তি কর্তৃক দখলকৃত সরকারী জমি ইতিপূর্বে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মহোদয় তিনবার উচ্ছেদ করে উন্মুক্ত করে দিয়েছিলেন। উচ্ছেদের কিছুদিন পরই মজিবর রহমান পুনরায় বেড়া দিয়ে আটকিয়ে রাখেন। বর্তমানে তিনি ওই জমিটি বেড়া দিয়ে আটকিয়ে রেখেছেন যাতে সাধারণ মানুষ ও এলাকার ছোট ছেলেমেয়েরা খেলাধুলাও করতে না পারে। তিনি সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি খাস জমি দখল করে যাচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার জমি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই। অভিযোগ পেলে নামকাওয়াস্তে নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি। এভাবে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারেক হাসান বলেন, সরকারি জমিতে ব্যক্তিগত স্থাপনা নির্মানের কোন সুযোগ নেই। সরেজমিন গিয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং কাগজপএ যাচাই বাচাই করছি। সরকারি জমি প্রতিয়মান হলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর