
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইসমাইল হোসেন (২৭) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আবদুল কাদিরের পুত্র। শনিবার (৬ জুলাই) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার (৫ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূল করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর