সরকারি চাকরির ৯ম থেকে ১৩তম গ্রেডে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা যায়, ঢাবির প্রায় ৭৫ টি বিভাগ এবং দেশের প্রায় ৩০ এর অধিক বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও এই সংখ্যা বেড়েই চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন সংক্রান্ত কর্মসূচিতে নিজ নিজ ব্যাচের সমর্থনের কথা জানিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
হাইকোর্টের মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাসড়কে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গতকাল ৪ জুলাই শাহবাগে টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’এর মুখপাত্র নাহিদ হাসান।
ঘোষিত কর্মসূচির মধ্যে শুক্রবার (৫ জুলাই) অনলাইনে অফলাইনে চার দফার ভিত্তিতে সারাদেশে জনসংযোগ ও সমন্বয় করেছে শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগামী রোববার (৭জুলাই) সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর