
সকাল থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। খানিকটা সময়ের জন্য বৃষ্টি অবসর নিলেও আবারও যে-ই সেই লাগাতার বৃষ্টি। সারাদিন যেনো একরকম ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সপ্তাহ খানেক ধরেই আবহাওয়ার এমন চিত্র। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
এতে করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন বেশ বিপাকে। ফলে কাজের সন্ধানে অনেকে বৃষ্টিতে ভিজেই বের হয়েছেন।
শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে মোশারফ হোসেন নামের এক রিকশা চালককে পলিথিন মুড়িয়ে রিকশার সিটে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায়। রিকশা চালিয়েই চলে তার ৬ সদস্যের পরিবার। একমাত্র উপার্জনক্ষম এ ব্যক্তি বৃষ্টিতে তেমন যাত্রী না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ দেখাযায়। বেলা শেষে তিনি ২০০ টাকা উপার্জন করেছে বলে জানান।
আবু তাহের নামে আরেক রিকশার চালক জানান, সমিতি থেকে লোন (ঋণ) করে রিকশা কিনেছি। আমাকে প্রতি সপ্তাহে ২ হাজার টাকার উপরে কিস্তি দিতে হয়। বৃষ্টির জন্য যাত্রী কম থাকায় ভাড়াও তেমন হচ্ছে না। তাই খুব কষ্টে আছি।
সত্যেন ঋষি নামের এক মুচি বলেন, বৃষ্টির জন্য ঠিকমতো দোকান বসাতে পারছি না। এ কয়দিনের বৃষ্টিতে খুব সমস্যায় পড়ে গেছি। কোনোরকমে দিনাতিপাত করছেন তিনি।
ফুটপাতের কাপড় ব্যবসায়ী আঃ রহমান জানান, বাড়ী থেকে গাড়ি ভাড়া দিয়ে বাজারে ঠিকই আসি, কিন্তু বৃষ্টির জন্য ঠিকমতো দোকান করতে পারছি না। কাপড়ের পসরা বিছাতেই শুরু হয় বৃষ্টি। দোকান কতক্ষণ পর পর দোকান তুলে ফেলতে হয়। লাগাতার এই বৃষ্টিতে খুব বিপাকে পড়ে গেছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর