কোটা বিরোধী আন্দোলনে যুক্ত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদককে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সংগঠনটির মডারেটর ও বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম মোশাররফ হোসাঈন। তিনি বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তিনি হল ছাত্রলীগের সহ-সম্পাদকের পদেও রয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) রাতে তাকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়। সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক ক্লাবের একাধিক সদস্য অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতির বিষয়ে মোশাররফ হোসাঈন সময়ের আলোকে বলেন, কোটা আন্দোলনে যুক্ত থাকায় এবং ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট করায় জামাল উদ্দিন স্যার আমাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি একতরফাভাবে কোন নিয়মের তোয়াক্কা না করে সোশ্যালজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি ফেসবুক গ্রুপে যেখানে আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা রয়েছে- এমন গ্রুপে বহিষ্কারের নোটিশ প্রকাশ করেছে। প্রত্যেকটা ব্যাচের সি আর গ্রুপে (শ্রেণি প্রতিনিধিদের) মেসেজ দিয়ে বলেছেন। এছাড়া আদালত অবমাননার দায়ে মামলা দেওয়ার হুমকিও পর্যন্ত দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে অধ্যাপক জামাল উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর