সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) বিচারক মো. আবুল বাশার মিঞা এ দণ্ডাদেশ প্রদান করেন।
এদের মধ্যে শহরের মাহমুদপুর মহল্লার মৃত দানেজ আলীর ছেলে বাবু শেখকে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৮ (খ) থারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড ও একই আইনের ১০ (ক) ধারায় আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই এলাকার শাহ আলম ওরফে শহরাইয়ের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মিন্টু শেখকে ৮(গ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ১০ (ক) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালতের অতিরিক্ত পি.পি জেবুন্নেছা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে রাত সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশ শহরের মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে বাবু শেখ ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মিন্টু শেখকে আটক করে। এ সময় বাবুর কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা এবং মিটুর কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফজলে মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিন্টু শেখ জেলহাজতে রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর