
হালুয়াঘাটে বিজিবির টহল দলের উপর চিনি চোরাকারবারিদের হামলার অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় গোবরাকুড়া গ্রামের হাজী আব্দুল মান্নানের পুত্র আজহারুল ইসলাম (৪০), উমেদ আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), শহর আলীর পুত্র আজিজুল (৪০)সহ আরো ২৫,৩০ জনকে অজ্ঞাত আসামী করে শনিবার রাতে গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মান্নান বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ গোবরাকুড়া গ্রামের ছনু মিয়ার পুত্র সিদ্দিকুরকে আটক করে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হাবিলদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে ৫ জনের একটি টহল দল বের হলে গোবরাকুড়া স্থল বন্দর সড়কে চিনি বোঝাই একটি অটোইজিবাইক আটক করে তারা। এ নিয়ে চিনি চোরাকারবারিরা বিজিবির উপর হামলা চালালে সিপাহি শাকিল হাওলাদার ও প্রকাশ চন্দ্র আহত হয় ।
হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হক জানান, এ মামলায় ১ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর