
বগুড়ায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে চান মিয়া। এঘটনায় নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে ইয়াকুব আলী গুরুতর আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, ময়মনসিংহ হতে নওগাঁগামী ধানভর্তি ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৬০৪১৬) সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও ভটভটির চালক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এসময় উপস্থিত পথচারীরা তাদেরকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক চান মিয়া মৃত্যুবরণ করেন। এঘটনায় অপর আহত ভটভটি চালক ইয়াকুব আলী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।
ওসি সনাতন আরো জানান, ট্রাক ও ভটভটি পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর