
দেড় বছরের সাজা এড়াতে সাত বছর পলাতক থেকেও শেষ রক্ষা হল না। অবশেষে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ তাদের শনিবার রাতে সাজাপ্রাপ্ত আসামি আল আমিনকে গ্রেপ্তার করে। রোববার পুলিশ তাদের আদালতে পাঠায়।
গ্রেপ্তারকৃত দুই সাজাপ্রাপ্ত আসামি হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে মো. আল আমিন (৩৮) ও একই উপজেলার মাইলোড়া গ্রামের মোছা. মেহেরুল আক্তার (৪২)। রোববার সকালে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে ঢাকার আশুলিয়া ও মোহনগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকার আশুলিয়া এলাকার একটি মাদক মামলায় ২০১৭ সালে আল-আমিনকে দেড় বছরের সাজা দেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মেহেরুল আক্তারকে একই দিন রাতে তার নিজ বাড়ি মোহনগঞ্জের মাইলোড়া থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ রোববার তাদের দুইজনকে আদালতে পাঠায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর