
বরগুনা জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় বরগুনা শহীদ মিনার চত্বরে রোববার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ অভিযান-২০২৪।
জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বিকাল সাড়ে ৪ টায় রেলী বের হয়ে শহীদ মিনার চত্বরে মেলা প্রাঙ্গণে এসে উদ্বোধনী পর্ব শুরু হয় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ্যাডঃ কামরুল আহসান মহারাজ মেয়র পৌরসভা, আঃ হালিম অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম সহকারী কর্মকর্তা বনবিভাগ, আঃ মোতালেব মৃধা মুক্তিযোদ্বা,শহীদুল ইসলাম উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস কান্তিদে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট অনিমেষ কান্তি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর