নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মো.সজিব শেখ (২৭) ও মো. নাজিম মোল্যা (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব শেখ খুলনা জেলার রুপসা থানার হোসাইনপুর গ্রামের মো.গোলাম শেখের ছেলে এবং নাজিম মোল্যা নড়াইল জেলার নড়াগাতি থানার পাখিমারা গ্রামের মো.মাসুদ মোল্যার ছেলে। রবিবার (৭ জুলাই) বিকালে পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই মো.ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে জনৈক লাবু শেখের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে সজিব ও নাজিমকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৪কেজি গাঁজা জব্দ করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, এ সংক্রান্ত নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর