বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিশোরগঞ্জ জেলার ভলান্টিয়ারদের মাঝে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।
রবিবার (৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক।
সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে লোরা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জোন ৪ এর আহ্বায়ক মোঃ গোলাম রাব্বানী, ভলানটিয়ার মোঃ সাখাওয়াত হোসেন আকাশ, অনির্বাণ দত্ত দ্বিপ, অবন্তি কর, সানিম আহম্মেদ, তৃশা, রেজাউল করিম শাওন, ইসরাত জাহান, অলি উল্লাহ রাব্বানী, রেজাউল ইসলাম রাতুল, ফাতেমা আক্তার ও আবু সাঈদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলা থেকে ২৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ারদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দরা।অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন আব্দুল্লাহ আল জিয়াদ ও গীতা পাঠ করেন কিশোর কুমার সাহা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত সিদ্দিক বাজার সমন্বায়ক আব্দুল আজিজ সেলিম, লালবাগ সমন্বায়ক রকিব উদ্দিন দাউদ, মোঃ জহির উদ্দিন, সদরঘাট সমন্বায়ক মুহাম্মদ মুনিরুজ্জামান রিফাত, পোস্তগোলা সমন্বায়ক ওমর হোসেন সাদ্দাম ও ভৈরব কিশোরগঞ্জ সমন্বায়ক কাজী মোকাদ্দেস মুগ্ধ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর