
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপুরেসহ তিনজন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। এদের মধ্য গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মন্ডলপাড়া মহল্লার আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাহিরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে রোববার সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের বাক্স থেকে সাপ বের করে নেওয়ার সময় সাপের কামড়ে আক্রান্ত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, আমার সাপুরের দীর্ঘ জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি । আজ নিজেই সাপের কামড়ে আক্রান্ত হয়েছি এবং আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের যে কি যন্ত্রণা আমি বুঝতে পারছি বলে মন্তব্য করেন তিনি ।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: শহীদ হোসেন বলেন, গেল ২৪ ঘণ্টায় ৩জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে এবং সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর