
সিরাজগঞ্জ শহরের মধ্যে প্রবাহিত কাটাখালে গোসল করতে নেমে নোমান আহমেদ নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের ৫ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দল। সোমবার (৮ জুলাই) দুপুরের দিকে বাহিরগোলা কাটাখাল নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রোমান আহমেদ শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মুন্নু শেখের ছেলে ও শহরের সবুজ কানন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা অনিক তালুকদার ও সাগর জানান, দুপুরে কাটাখাল নদীর নির্মাণাধীন ব্রিজের কাছে ৪-৫জন ছেলে গোসল করতে নামে। এ সময় নোমান পানির মধ্যে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর থেকে স্থানীয় বাসিন্দাসহ ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজা শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দল তল্লাশি চালিয়ে খাল থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্কুলে ছাত্রের স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমেছে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর