সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে ষষ্ঠ দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা চত্ত্বর থেকে বিকেল ৩ টায় এ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হন কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে কয়েক হাজার শিক্ষার্থীর জমায়েত হয়। শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে ও গায়ে সাদা কাপর পরে সমাবেশে অংশ নেন।
এদিন সচিবালয়সহ গুলিস্থান জিরো পয়েন্ট আড়াই ঘন্টা ধরে অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল চারটা থেকে সাড়ে ৬. ৩০ পর্যন্ত অবরোধ চলে।
এদিন শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় দিয়ে সামনে এগোতে থাকেন। পরবর্তীতে বংশাল মোড়ে শিক্ষার্থীদেরকে পুলিশ বাঁধা দিলেও শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে গুলিস্তান অভিমুখে রওনা দেন। এরপর শিক্ষার্থীরা সিদ্দিক বাজার, ফুলবাড়িয়া ও গুলিস্তান মাজারের সামনেও পুলিশি বাঁধা পান। শেষে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন।
এসময় শিক্ষার্থীরা 'কোটা না মেধা? মেধা মেধা', সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'মেধাবীরা আসছে রাজপথ কাপছে', 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই', 'মেধাবীরা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম' সহ নানা কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।
আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিনুর ইসলাম বলেন, আজ আমাদের এই আন্দোলন আমাদের ভবিষ্যতের জন্য আন্দোলন। আমরা গণমানুষের জন্য আন্দোলঅনে নেমেছি। তাদের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমরা কারো সাথে কোনো ভায়েলেন্সে যাবো না। আমরা প্রয়োজনে মার খাব, কিন্ত ভায়োলেন্সে যাবো না। সরকার প্রধানকে যারা ভুল বোঝাচ্ছেন তারা সরে আসুন।
জবি শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, আমরা কারও শত্রু হতে এখানে আসিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিলো, বৈষম্যের বিরুদ্ধে চেতনা। বাঁধা আসবে, কিন্তু সেই বাঁধাকে সুশৃঙ্খলভাবে ও নৈতিকভাবে পরাজিত করতে হবে।
তীব্র যানজটে ভোগান্তি: এদিকে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয়ায় জিরো পয়েন্ট সংলগ্ন সব সড়কেই তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন দূরগামী যাত্রী ও পথচারীরা।
রফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, ব্যবসায়িক কাজে চিটাগাং রোড থেকে কারওয়ানবাজার যাচ্ছিলাম। এক ঘন্টা অপেক্ষা করছি। ঐদিক দিয়ে আবার শাহবাগ মোড়ও ব্লক। বাধ্য হয়ে এখন চিটাগাং রোড়ে ফিরে যেতে হচ্ছে। কিন্তু ফিরে যাওয়ার গাড়িও পাচ্ছি না।
এদিন আন্দোলনকারীরা আগামীকাল বিকেল ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী মিছিলে করার ঘোষণা দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর