
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
এ সময় কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় পাংশা থানায় উভয় পক্ষ মামলা দায়ের করেছে। মামলায় ২ চেয়ারম্যান প্রার্থী ২ মামলার প্রধান আসামী করা হয়েছে। উভয় মামলার আসামী করা হয়েছে ৭০ জন কে সাথে রয়েছে অজ্ঞাত আসামী।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এ মামলার তথ্য নিশ্চিত করে বলেন এলাকার আইন শৃংঘলা পরিস্থিতি সমূন্নত রাখতে আমাদের পুলিশ মাছপাড়াসহ থানা এলাকায় কাজ করছে মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় এজহার দিয়েছিল তার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে।
ছোরোয়ার হোসেন মৃধা বাদী হয়েছে চেয়ারম্যান প্রার্থী খন্দকার তাজবীর হাসান সিসিলিকে প্রধান আসামী করে প্রধান আসামী করে ৩৫ জনের নাম উল্লেখ্য করে ১৪৩/৩০৭/৩২৫/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১০ তাং ৭ জুলাই। অপর দিকে সুলতান শেখ বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী সুজাউদ্দিন মৃধাকে প্রধান আসামী করে ৩৫ জনের নাম উল্লেখ্য করে ১৪৩/৩৪১/৩০৭/৩২৫/৩২৩/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ০৯ তাং ৭ জুলাই।
এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল হাসপাতালে।
প্রসঙ্গত, মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কারনে ওই ইউনিয়ন শুন্য ঘোষনা করা হয়। এ উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো’র ছেলে খোন্দকার তাজবীর হাসান সিসিল প্রার্থী হয়েছেন অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধার বড় ভাই মাছপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ সুজাউদ্দিন মৃধা প্রার্থী হওয়ায় এ ঘটনা ঘটছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর