সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করেন এমপি রনজিত চন্দ্র সরকার।
সোমবার (৮ জুলাই) দিনব্যাপি ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য এড. রনজিত চন্দ্র সরকার সকলের উদ্দেশ্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাওরাঞ্চলের মানুষের পাশে আছেন এবং সবসময় থাকবেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন ওনি সবসময় ভালো থাকেন। আর আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে এই দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়াব।
অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের হাওরাঞ্চলের মানুষের অনেক ক্ষতি হয়েছে। বন্যার শুরু থেকেই আমি আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছি। তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্নপাশা উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিযাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর