
সুনামগঞ্জে র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নয়ন দেশে থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তার অন্যতম কারণ দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় ছিল। এবং সেই জায়গা থেকে আমরা উন্নয়নের যে অগ্রযাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে র্যাব কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র্যাব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে প্রস্তুত রয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের আয়োজনে এসময় তিনি আরও জানান,র্যাব অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক কার্যক্রম সব সময় অব্যাহত রেখেছে। বিশেষ করে বাংলাদেশের যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় র্যাবের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আর্ত মানবতার সেবায় র্যাব এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শেষে তিনি কথা বলেন তিনি।
সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে তিনি আরোও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযানের মাধ্যমে দেশে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল হয়েছে। যার ফলে দেশে সুন্দর ও শান্তিপূর্ণ পরিস্থিতি এখন বিরাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ চৌধুরী প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর