
বোরো মৌসুম শেষে আসছে আমন মৌসুম। তাই দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকরা চারা বীজতলার পাশাপাশি বলান পদ্ধতিতে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, আমন মৌসুমে এ উপজেলায় প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হবে। ইতিমধ্যে আমন চাষীরা আমন চারা বীজতলার পাশাপাশি বলান পদ্ধতিতে বীজতলা তৈরি শুরু করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, এ উপজেলায় কৃষকরা বলান পদ্ধতিতে চারা তৈরির উপকারিতা সম্পর্কে সচেতন হচ্ছে। কৃষি বিভাগ কৃষকদের মাঝে বলান পদ্ধতিতে চারা তৈরির উপকারিতা সম্পর্কে ব্যাপক প্রচারণাও চালাচ্ছে। এ পদ্ধতিতে চারা তৈরি করলে কৃষকরা জমি রোপনে অনেক সাশ্রয়ী হবে। এছাড়া বলান পদ্ধতিতে চারায় রোগ বালায় কম হয়। গাছ বেশি লম্বা হয় না ফলে অতি বৃষ্টি বা ঝড়ে ধানের গাছ সহজেই জমিতে হেলিয়ে পড়ে না।
তার ভাষ্যমতে বীজতলায় ৩০ দিন বীজ চারা রাখার পর এ চারা তুলে অন্য কোনো জমিতে রোপণ করে রাখা হয়। সেখান থেকে ২০ থেকে ২৫ দিন পর আবার মূল জমিতে বলান পদ্ধতির চারা রোপণ করা হয়। বলান পদ্ধতিতে চারা রোপণ করলে প্রতি ৩৩ শতাংশ জমিতে ২ থেকে ৩ মন ধান বেশি উৎপন্ন হয়। বলান পদ্ধতিতে ১ শতক জমির চারা প্রায় ২৪ থেকে ২৫ শতক জমিতে চারা রোপণ করা যায়। মূল বীজতলার বয়স ৩৫ দিন পেরোলে সেই চারার ফলন ভালো হয় না। কিন্তু বলান চারার বয়স ৫০ থেকে ৫৫ দিন পেরোলেও ফলন ভালো হয়। বলান চারার বৈশিষ্ট্য হলো রোপণ করা একেকটি চারা থেকে কুশি বের হয়ে অসংখ্য চারা গজায়। এটাই স্থানীয় ভাবে বলান চারা নামে পরিচিত।
রবিবার (৭ জুলাই) উপজেলার পাটশাঁও মাঠে কৃষকদের বলান পদ্ধতিতে চারা রোপণ করতে দেখা যায়। কথা হয় কৃষক আব্দুল মজিদের সাথে। সে জানায়, তারা প্রতিবছর এ পদ্ধতিতে চারা তৈরি করে জমি রোপণ করে থাকে। চলতি মৌসুমেও তারা বলান চারা তৈরির জন্য চারা রোপণ করছে। তারা ৩০ থেকে ৩৫ দিন পর চারা গুলো তুলে মূল জমিতে লাগাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ঘোড়াঘাট উপজেলা ৪টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বলান পদ্ধতিতে জমি রোপণ করা হবে। ইতি মধ্যে কৃষকরা বলান পদ্ধতিতে চারা রোপণ শুরু করেছে। তবে এ পদ্ধতি কৃষকদের নিজস্ব উদ্ভাবন। এ পদ্ধতি প্রসার লাভ করা দরকার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর