আমতলী উপজেলা ১ নং গুলিশাখালী ইউনিয়নে চাঁদা না দেয়ায় জাফর গাজী (৪৫) নামে এক মটর সাইকেল চালককে মারধরের খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার দুপুর বারোটায় গুলিশাখালী ইউনিয়নের বাজারে মায়ের দোয়া দোকানের সামনে ঘটে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার ১ নং গুলিশাখালী ইউনিয়নের জাফর গাজী (৪৫) পিতা মৃত: সোনাগাজী পেশায় মোটরসাইকেল চালক। সোমবার দুপুর বারোটার দিকে যাত্রী নামিয়ে গুলিশাখালী বাজারে এলে সেরাজ পঞ্চায়েত (৪২) পিতা মৃত মজিদ পঞ্চায়েত, সোহেল ফকির( ৩০) পিতা মজিবুর ফকির, নাসির বয়াতি (৪০)পিতা আজিজ বয়াতি, সেরাজ মুসল্লী (৬০)পিতা মৃত মকদম আলী মুসল্লী সহ ৭-৮ জনের একটি সংবদ্ধচক্র ভুক্তভোগী মোটরসাইকেল চালক জাফর গাজীর কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজ চক্রটি লাঠি সোঁটা দিয়ে মারধর করেন এবং ব্যাংকে রাখার জন্য সাথে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্বজনরা খবর পেয়ে ছুটে আসলে তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দিলে যাওয়ার পথে বাঁধা দেয়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহিন বলেন, আমার দোকানের সামনে জাফরের সাথে সেরাজ ও সোহেল ফকিরের সাথে ধাক্কাধাক্কি হয় এক পর্যায়ে ধাওয়া দিলে জাফর দৌড় দিয়ে আমার দোকানে ওঠে। এসময় লোকজন ছুটে আসলে আমি জাফর কে দোকান থেকে নামিয়ে দেই।
ভুক্তভোগীর বড় ভাই সুলতান গাজী বলেন,ঘটনার সময় আমি পটুয়াখালী ছিলাম। মোবাইলে খবর পেয়ে আমার স্ত্রী ও ছেলে ছাড়াতে আসলে তাদেরকেও মারধর করে এবং আমার ভাইয়ের সাথে থাকা ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরোও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে এ নিয়ে বিভিন্ন সময় ঝামেলাও করে আমি একবার ৫ হাজার টাকা দিয়ে মিটমাট করি। কিন্তু তাতেও তারা মানে না তাদের ৫০হাজার টাকা দিতে হবে।আমার ভাইয়ের উপর হামলাকারী চাঁদাবাজদের কঠোর বিচারের দাবি জানাই।
ভুক্তভোগী জাফর গাজী বলেন, সেরাজ পঞ্চায়েত (৪২) পিতা মৃত মজিদ পঞ্চায়েত, সোহেল ফকির( ৩০) পিতা মজিবুর ফকির, নাসির বয়াতি (৪০)পিতা আজিজ বয়াতি, সেরাজ মুসল্লী (৬০)পিতা মৃত মকদম আলী মুসল্লী সহ ৭-৮ জনের একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে আমার কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে আসছে।
আমার বড় ভাই সুলতান গাজীর মাধ্যমে ৫হাজার টাকাও দেই। তারপরও তারা মানে না বিভিন্ন সময় আমাকে হুমকি ও চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে না পারায় আমাকে মারধর করে এবং আমার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি এর কঠিন বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানভীর শাহরিয়ার বলেন, জাফর গাজীর ডান হাতে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর