নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমা পারভীন (৪০) কে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকলিমা পারভীন নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রামের কবির শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা আকলিমা পারভনিকে আটক করে এবং দেহ তল্লাশী করে পাঁচ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
নড়াইল গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম বিডি২৪লাইভকে বলেন, এঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী আকলিমা পারভীনকে আজ মঙ্গলবার (৯জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর