
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের শরিসা খালপাড়া গ্রামের লালন হোসেনকে মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাড়ির সামনে পেয়ে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার লোকজন হাতুরি পেটা করে বেধে রেখেছিল কামাল হোসেনকে। এমন অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন লালন।
হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে লালন। চিকিৎসাধীন অবস্থায় লালন জানান সকালে বাড়ী থেকে বের হয়ে মামাতো ভাইকে টাকা দিতে যাচ্ছিলাম এমন সময় জাহাঙ্গীরদের বাড়ির সামনে আসলে জাহাঙ্গীর তার পিতা বাটো, সাব্বির, মাসুদ মিলে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করেছে। সাথে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
কি অপরাধে আপনাকে মারধর করল এমন প্রশ্নে লালন হোসেন বলেন- আমার পিতা জমি পাবে ওদের বাড়ির মধ্যে এ কারণে আমার পিতা ১৪৪ ধারার মামলা দায়ের করেছে, কেন আমার বাবা মামলা করল এ জন্যই আমাকে মারধর করেছে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, এর আগে জাহাঙ্গীর কে মারধর করেছিল লালন ও তার লোকজন এ নিয়ে থানায় অভিযোগও রয়েছে। স্থানীয়রা আরো বলেন পথের জায়গা নিয়েই মূল সমস্যা হচ্ছে । লালন তার পরিবার বলেন আমরা নিরীহ মানুষ তাই আমরা বিচার পাইনা, আমাদের পক্ষে আইন নেই। আইন বড় লোকদের জন্য। প্রশাসনের নিকট আমাদের দাবী সঠিক তদন্ত সাপেক্ষে বিচার কামনা চাই।
এ ব্যাপারে শরিসা ইউনিয়নের বীট অফিসার এস আই দিপংক কুন্ডু বলেন- দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত সেখানে বিরোধ ছিল এর আগেও মারামারি হয়েছে। আজও হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিলে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর