
বগুড়ার নন্দীগ্রামে আকবর অটো রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের রুপিহারে অবস্থিত আকবর অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার অপরাধে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে শতাধিক প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪নং ধারা লঙ্ঘনে ১৪নং ধারা মোতাবেক আকবর অটো রাইস মিল মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার অপরাধে আকবর অটো রাইস মিল মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর