নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান কচির স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পারুল বেগম গোসল শেষে ভেজা কাপড় পাল্টানোর জন্য বাড়ির ভেতরে আসেন। এ সময় তিনি অসতর্কবশত: বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর