
সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিলো অনুজ্জ্বল। বিশেষ করে ব্যাটারদের ব্যর্থতা দলকে ভুগিয়েছে বেশ। টাইগাররা ব্যর্থ হয় সমর্থকদের প্রত্যাশা পূরণেও। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্ব নেওয়া মিনহাজুল আবেদীন নান্নু জানান, বর্তমানে দলের যে অবস্থা তাতে হুট করে বিশ্বকাপ জেতা কঠিন।
সময় নিয়ে দলকে গঠন করা গেলে আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন নান্নু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে অনেক চিন্তা-ভাবনার বিষয় আছে। একটা ফরম্যাটে ভালো দল গড়ে তারপর বিশ্বকাপের চিন্তা করা উচিত। এখন আমাদের যে অবস্থা, তাতে হুট করে বিশ্বকাপ জেতা কঠিন। একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে যদি দলটাকে তৈরি করতে পারি তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করব।’
টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে হলে প্রতিটি পজিশনের জন্য আরও ভালো মানের ক্রিকেটার থাকা দরকার বলে মনে করেন নান্নু। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘চেষ্টা করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটারদের জন্য যে টুর্নামেন্টগুলো সেগুলোর ম্যাচ সংখ্যা বাড়ানো। এই ফরম্যাটে আরও কিছু ভালো মানের খেলোয়াড় দরকার। প্রতিটা পজিশনের ভালো এমন কিছু ক্রিকেটার দরকার যাদেরকে নার্সিং করে আন্তর্জাতিকের জন্য তৈরি করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট তো পুরোপুরি ঢাকাকেন্দ্রিক। আমাদের তো এখনও সেন্ট্রালাইজড হয়নি। এটা যদি আপনি বলেন, আমাদের চারটা রিজিওনাল বোর্ড আছে। কিন্তু হাই পারফরম্যান্স ইউনিট যদি থাকতো তাহলে আপনি ৮০টা খেলোয়াড়কে নার্চার করতে পারতেন। তাহলে আন্তর্জাতিক অঙ্গনের জন্য খেলোয়াড়দের তৈরি করা যেতো।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর