
মোহাম্মদপুরে শেরে বাংলা রোড সাত মসজিদের সামনে প্রকাশ্যে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত ১১ টা নাগাদ একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে পথচারীদের উপর হামলে পড়ে। এসময় তারা ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার এক প্রত্যাক্ষদর্শী জানান, মঙ্গলবার রাতে অফিস শেষ করে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলাম। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে কিছুদূর এগিয়ে যেতেই একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ পথচারীদের উপর হামলে পড়ে। বেশ কয়েকটি রিক্সা থামিয়ে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিডি২৪লাইভকে ছিনতাইয়ের শিকার এক ভুক্তোভোগী বলেন, ‘কোনো কিছু বুঝে উঠার আগেই সর্বনাশ হয়ে গেল। তাদের সকলের হাতেই দেশীয় অস্ত্র ছিল। রিক্সা থামিয়ে ছুরি দেখিয়ে মানিব্যাগ তাদের হাতে তুলে দিতে বলে। প্রাণের ভয়ে মানিব্যাগটা তাদের কাছে দিয়ে দেই। তবে মোবাইলটা নিতে পারেনি। এরা প্রত্যেকেই কিশোর গ্যাংয়ের সদস্য।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার বেলায়েত হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে এখনও পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।
রার/সা.এ
সর্বশেষ খবর