সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করেছে সাইবার জোন ২ এপিবিএন মুক্তাগাছা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ। বুধবার (১০জুলাই)সকালে উপজেলা সালুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রাম থেকে অপহরণ- কারী কামাল হোসেন (২০) কে আটক করা হয়। এসময় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বনগ্রাম গ্রামের নজরুল ইসলামের মেয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া জান্নাতুল(১৪)কে উদ্ধার করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বণিক জানান,ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের বনগ্রাম গ্রামের নজরুল ইসলামের মেয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া জান্নাতুল(১৪)নিখোঁজ হয়। পর হালুয়াঘাট থানা জিডি নং-১৯৬, তারিখ-০৫/০৭/২০২৪। পরে বিশ্বম্ভরপুর থানায় অবস্থান করছে মর্মে তথ্য প্রযুক্তির মাধ্যমে সংবাদ প্রাপ্য হয়ে সকালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সাইবার জোন ২এপিবিএন ইনচার্জ এসআই(নিরস্ত্র)সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) আনন্দ চন্দ্র ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেনের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে। এবং অপহরণকারী ইদ্রিস আলীর ছেলে মোঃ কামাল হোসেন (২০) কে আটক করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর