সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করার দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা-খুলনা মহাসড়ক ও টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১০ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পিপলস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-খুলনা ও টুঙ্গিপাড়া- গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে উভয় রাস্তায় ৫ কিলোমিটার জ্যামের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন। এছাড়াও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা কবিতা আবৃতি, বক্তৃতার মাধ্যমে কোটা পদ্ধতি বাতিলের দাবি তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীরা সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবি জানান।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব বিল্লাহ বলেন, " এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেছে যেখানে আমাদের মেধার কোন দাম নেই কোটার কোঠারের কাছে ক্রমাগতভাবে হেরে যাচ্ছে। এই কোটাকে মাটির সাথে ধূলিসাৎ না করা পর্যন্ত আন্দোলন শেষ করবো না।"
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও ব্লকেড কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এর অংশ হিসেবে সব গ্রেডে কোটা সংস্কারের দাবি জানিয়ে বুধবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর