স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে কর্মী সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে হলের টিভিরুমে এই সমাবেশ করা হয়।
সমাবেশ সূত্রে জানা গেছে, ইবির ছাত্র-রাজনীতিকে যুগোপযোগী ও শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি করা হয়েছে। এতে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, রাকিব হোসেন রেদওয়ান ও শিমুল খানসহ সংশ্লিষ্ট হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার।
এসময় সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা পূর্ণাঙ্গ কমিটি দিয়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেছি। আমরা অতিদ্রুত মেধাবী কর্মীদের নিয়ে হল কমিটিও গঠন করবো। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজেদেরকে আগে স্মার্ট নাগরিক ও শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্রলীগ যদি স্মার্ট কাজ ও চিন্তা লালন করে তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। কোটা আন্দোলন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। জননেত্রী যৌক্তিকভাবে সেটা সংস্কার করবেন। তবে যারা আন্দোলন করছেন, তারা জনগণের ভোগান্তির বিষয়টিও মাথায় রাখবেন। এছাড়া শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে কোন অপশক্তি যেন আবার নুরু ও রাশেদ তৈরি না করে।
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা মনে করি, ইবি শিক্ষার্থীরা সবসময় ছাত্রলীগকে অনুসরণ করেন। যখনই দেশরত্নের মাধ্যমে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়ে আসছে। ঠিক তখনই একটি চক্র উঠেপড়ে লেগে থাকে, তারা এখনও লেগে আছে বিভিন্নভাবে। ইতোমধ্যে আমরা শেখ হাসিনার পক্ষ থেকে একটি স্মার্ট ক্যাম্পাস উপহার দিতে পেরেছি। সেটা অব্যাহত রাখার চেষ্টা করব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর