
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও গরুবাহী ভটভটির সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত গরু ব্যবসায়ী হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লিচকিন চাপড় গ্রামের মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক। আহতরা হলো, একই জেলা ও উপজেলার বড়ছাপুর গ্রামের আমিরুল ইসলাম (৬০), বানেশ্বর গ্রামের আব্দুর রশিদ (৬৫), আবেদ আলী (৫৫), বাকুরাম গ্রামের তারিফ (৭০) ও তেঘরা গ্রামের লেবলু মিয়া (৩০)।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার রাণীগঞ্জ হাটে সরকারি খাদ্য গুদামের নিকট। জানা গেছে, আহত ব্যক্তিরা কেউ গরু ব্যবসায়ী ও কেউ গরু ক্রেতা। তারা একটি ভটভটি নিয়ে রানীগঞ্জ হাটে আসছিল। ভটভটিটি ঘটনাস্থলে পৌঁছালে দিনাজপুর গামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভটভটিতে থাকা ৬ জন ছিটকে রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি (নং-ঢাকা মেট্রো-ন-২১-৬১৪০) আটকাতে সক্ষম হয়েছে। ভটভটিতে থাকা ৫টি গরু স্থানীয় লোকের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত দেবব্রত রায় জানিয়েছেন, আটক ট্রাক থানা হেফাজতে নেওয়া হবে এবং মামলার রুজু হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর