
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে ৫ জন দালাল আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। তারা সবাই বেসরকারি বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ এবং মেডিসিন বিভাগের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক পাঁচজন হলেন— গোলাম কিবরিয়া (২৪), শাহাদাত হোসেন (২৫), আব্দুল আউয়াল (৩১), আবু কালাম (৩২) এবং সুজন সিংহ (৩৯)। এরমধ্যে গোলাম কিবরিয়া চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে, শাহাদাত হোসেন বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে,আব্দুল আউয়াল পাঁচলাইশ জাতিসংঘ পার্কের পাশে ফাতেমা ম্যানশনের নুরুল হকের ছেলে, আবু কালাম কুমিল্লা মুরাদনগরের আব্দুল রশিদের ছেলে এবং সুজন সিংহ রাউজান নোয়াপাড়ার পথেরহাট আচার্যপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে।
গ্রেপ্তার শাহাদাত বর্তমানে ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। সুজন সিংহ ও গোলাম কিবরিয়া বর্তমানে ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক। তিনি জানান, আটককৃতরা বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক কর্মী। তারা হাসপাতালের ভর্তি রোগীদেরকে বুঝিয়ে নির্ধারিত ল্যাবে নিয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং রোগী হয়রানি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর