
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ৫ শ গ্রাম শুকনো গাঁজাসহ বকুল চন্দ্র নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ফারুক হোসেন ও মিজানুর রহমান সঙ্গে ডিবির অন্যান্য সদস্যদের নিয়ে গোপন সংবাদে খবর পেয়ে সদর উপজেলার ভাদশা ইউপির পাইকড় দরিয়া গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পাইকড় দরিয়া মালিপাড়া গ্রামের গৌড় চন্দ্র মণ্ডলের ছেলে বকুল চন্দ্র (৩৮)কে গ্রেফতার ও তার নিকট থেকে ৫ শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে ডিবি।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান, জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর