বরগুনার আমতলীতে বৃহস্পতিবার দুপুরে চৌরাস্তা বাঁধঘাট এলাকায় সড়ক পরিবহণ আইন ২০১৮ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ তারেক হাসান।
বাংলাদেশ সড়ক পরিবহণ আইন ২০১৮ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারায় পৃথক ৭টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা ও পৌরসভার ৬নং ওয়ার্ডের রাখাল ঘরামি( ৬৫) পিতা হরনাথ ঘরামি ঘর থেকে দুলাল নামক এক পলিথিন ব্যবসায়ীর রেখে যাওয়া ১২০কেজি অবৈধ পলিথিন জব্দ করেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্র্যাম্যমান আদালতের বিচারক মোঃ তারেক হাসান বলেন, ৭টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর