
নড়াইলের সদর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আকুবর সর্দার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকুবর সর্দারের বাড়ি চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকুবর সর্দার মাঠে গরু চরাতে যান। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তিনি তালগাছের নিচে চলে যান। বৃষ্টি শুরু হলে বিটক শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আকুবর সর্দার ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর